নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে মানিকগঞ্জের সিংগাইরে সুদক্ষিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামির্তা ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের চেয়ারম্যান আব্দুল হাকিম(এলএলবি)।
প্রতিষ্ঠানের দাতা সদস্য ও কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রুবেল পাশার সভাপতিত্বে এবং সিংগাইর উপজেলা যুবদলের আহবায়ক সদস্য ইঞ্জিনিয়ার এমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও সিংগাইর উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব আল হাসান মিয়া, জামির্তা ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল্লাহ, অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মো: ফারুক হোসেন,মোঃ সালাউদ্দীন যুগ্ম আহবায়ক সিংগাইর উপজেলা যুবদল, মোরসালীন মিয়া আহবায়ক ধল্লা ইউনিয়ন যুবদল,মিজানুর রহমান আহবায়ক জামির্তা ইউনিয়ন সেচ্ছাসেবক দল, আমানউল্লাহসহ অনেকে।
পরে বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা।
শিক্ষার্থীদের কুচকাওয়াজ, খেলাধুলা, নাচ,গান,অবৃত্তিসহ নানা ডিসপ্লেতে সকাল থেকেই মুখরিত ছিল স্কুল মাঠ।
আপনার মতামত লিখুন :