কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে সহকর্মীর ছুরিকাঘাতে রানা (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। উক্ত ঘটনায় তিন ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সোহরাব আল হোসাইন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে রফিকুল, হৃদয় এবং আলমগীর।
ওসি কেরানীগঞ্জ জানান, বুধবার (২৩ অক্টোবর) রাতে কেরানীগঞ্জ কলাতিয়া বাবর কোম্পানির জুতার কারখানার সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। রানার সহকর্মীরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রানা বরিশাল জেলার উজিরপুর উপজেলার ডাকবাংলা এলাকার মো. আলীর ছেলে। জীবিকার প্রয়োজনে তিনি কেরানীগঞ্জের কলাতিয়া নিশানবাড়ি এলাকায় থেকে বাবর কোম্পানির জুতার কারখানায় কাজ করতেন।
রানার সহকর্মী মো. জিয়াদ হাওলাদার জানান, রানা এবং তারা একসঙ্গে একই কারখানায় কাজ করতেন। ঘটনার দিন বিকেলে কাজের বিষয়ে রফিকুল নামে এক সহকর্মীর সঙ্গে রানার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাতে কারখানার গেটের কাছাকাছি একটি স্থানে রফিকুল, হৃদয় এবং আলমগীর মিলে রানার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রানার চিৎকার শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।পরে তাকে প্রথমে কলাতিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত কিশোরের গলায় ছুরিকাঘাতের গভীর চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আল হোসাইন জানান, উক্ত ঘটনায় মামলা রজু প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :