হত্যা মামলায় ৪৮ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি গ্রেফতার 


ঢাকার চোখ প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৪, ৩:৫৯ অপরাহ্ন
হত্যা মামলায় ৪৮ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি গ্রেফতার 
শামসুল ইসলাম সনেট: নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী ও ঢাকা সিটি কর্পোরেশন ৪৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সেলিম ওরফে ঠেলা সেলিমকে  যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ১১:৫০ মিনিটের দিকে র‌্যাব-১০ এর আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় যাত্রাবাড়ী চৌরাস্তা পার্ক সংলগ্ন এলাকা হতে তাকে গ্রেফতার করে। র‍্যাবের অভিযোগ গত ০৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার উপর হামলা ও গুলিবর্ষণ করেছেন ৪৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-যুব সম্পাদক ও ৪ নং ইউনিট যুবলীগের সভাপতি সেলিম।
একাধিক মামলার আসামি সেলিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তার সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ, গত জুলাই ২০২৪ খ্রিঃ হতে দেশব্যাপী কোটা বিরোধী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। অতঃপর উক্ত আন্দোলনে ছাত্র-ছাত্রী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে এবং পরবর্তীতে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়। কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানী বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী ও অস্ত্রধারী নস্ত্রাসীরা দেশী-বিদেশী অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর অতর্কিত আক্রমণ করে। যার অংশ হিসেবে গত ০৫ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখ রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণভাবে কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন করা কালে বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, রাম দা, চাপাতি, হকি স্টিক এবং লাঠি-সোটাসহ বিভিন্ন প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি আক্রমণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্র-জনতার উপর অমানবিক নির্যাতন চালায়। এছাড়াও ছাত্র-জনতার যৌক্তিক কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনকে বানচাল করার জন্য আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র-ছাত্রীসহ একাধিক আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও গুজব রটায় এবং তাদেরকে গুম ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। অতঃপর উক্ত ঘটনায় আহত ও নিহতদের পরিবারের লোকজন ডিএমপির যাত্রাবাড়ী থানায় প্রকাশ্যে নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলি বর্ষণ করে হত্যার অভিযোগে  এ মামলা দায়ের করে।