গুরবাজের জায়গায় লিটনকে খেলানো ঠিক হবে না: শেবাগ


ঢাকার চোখ প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৩, ৩:৪৩ অপরাহ্ন
গুরবাজের জায়গায় লিটনকে খেলানো ঠিক হবে না: শেবাগ

অবশেষে ক্যারিয়ারে প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। শুক্রবার (১৪ এপ্রিল) ইডেন গার্ডেন্সে নিজেদের তৃতীয় জয়ের লক্ষ্যে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে কলকাতা। এই ম্যাচে কলকাতার হয়ে আইপিএলে অভিষেক হওয়ার বেশ সম্ভাবনা আছে লিটনের।

বিশ্লেষকদের মতে প্রথম তিন ম্যাচে কলকাতাকে বেশ ভুগিয়েছে তাদের ওপেনিং জুটি। তিন ম্যাচে তিনটি আলাদা জুটি খেলিয়েছে কলকাতা। একটি জুটিও সফল না হওয়ায় হায়দ্রাবাদের বিপক্ষে আরও এক বার ওপেনিং জুটিতে পরিবর্তন আনতে পারে কলকাতা। ওপেনিং জুটিতে পরিবর্তন আনলেও কলকাতার একাদশে লিটনের জায়গা দেখছেন না ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ।

ক্রিকবাজের ম্যাচ–পূর্ববর্তী অনুষ্ঠানে শেবাগ বলেছেন, ‘আমার মতে, এ মুহূর্তে গুরবাজের জায়গায় লিটনকে খেলানো ঠিক হবে না। আগে গুরবাজকে অন্তত ৭ ম্যাচ দেখা উচিত। এরপর সুযোগ থাকলে বাকি ম্যাচে লিটনকে সুযোগ দেওয়া উচিত।’ একই অনুষ্ঠানে থাকা ভারতের আরেকজন সাবেক ক্রিকেটার রোহান গাভাস্কার শেবাগের সুরে সুর মিলিয়ে বলেন, ‘কেকেআর ম্যানেজমেন্টে গুরবাজের পারফরম্যান্সে অনেক খুশি। আমার মনে হয় না গুরবাজকে পরিবর্তন করে কেকেআর লিটনকে খেলাবে। তবে তার জায়গায় রয়কে নেওয়া যেতে পারে। কিংবা তাকে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবেও খেলানো যেতে পারে।’