নবাবগঞ্জে সাংবাদিক নাজমুলের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার-৩


ঢাকার চোখ প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
নবাবগঞ্জে সাংবাদিক নাজমুলের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার-৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্থানীয় সাংবাদিক  নাজমুল হোসেন অন্তরের উপর হামলার ঘটনায় মাস্টার মাইন্ড ইখতিয়ার উদ্দিন আকতারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তারকৃত অন্য দুইজন হলেন নয়নশ্রী গ্রামের চপল শিকদার ও সোলাইমান শুভ ওরফে বুলু। মঙ্গলবার দুপুরে চীফ জুডিশিয়াল কোর্ট ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারা মতে জবানবন্দি দিয়ে। আসামীরা মাদক বিক্রি ও ছিনতাইয়ের নিউজ করার অপরাধে নাজমুলের উপর হামলা চালিয়ে ছিলো তারা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাংবাদিক নাজমুলের উপর হামলার ঘটনায় তার বাবা নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে তদন্ত নেমে আমরা প্রথমে চপলকে গ্রেপ্তার করি এবং তার কাছ থেকে ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার মাস্টার মাইন্ড ইখতিয়ার। সোমবার গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ইখতিয়ারের বাসায় কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ইখতিয়ার ও তার সহযোগি শাওন চৌধুরী, সাজু মিয়া ও বাবু বেপারীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে চারটি ছ্যান, একটি টেঁটা ও কাটার মেশিন জব্দ করা হয়। এসময় ইখতিয়ারের কাছ থেকে ৪৮ পিচ, শাওনের কাছ থেকে ৩২ পিচ, সাজুর কাছ থেকে ২৫ পিচ ও বাবুর কাছ থেকে আরো ২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইয়ের চক্রের সদস্য। নাজমুলের উপর হামলার মাস্টার মাইন্ড ছিল ইখতিয়ার। ইখতিয়ারের কাছে তথ্য ছিল মাদক ও তার বিরুদ্ধে সংবাদ করার জন্য নাজমুল তথ্য সংগ্রহ করছেন। এর প্রেক্ষিতেই তিনি নাজমুলকে শায়েস্তার করার জন্য তার বিশ্বস্ত দুইজন ব্যক্তি চপল ও বিপ্লবকে দায়িত্ব দিয়েছিল। দুইজনে গত শনিবার রাতে নাজমুলের উপর হামলা করে তাকে কুপিয়ে আহত করে এবং তার কাছে থাকা মোবাইল, মোটরসাইকেল ও ব্যাগ ছিনিয়ে নেন। তবে রবিবার দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইছামতি নদীর তীর থেকে নাজমুলের মোবাইলটি উদ্ধার করা হয়েছে। বিপ্লব এখনও পলাতক রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। বর্তমান নাজমুল ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।