কেরানীগঞ্জ প্রতিনিধি: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের কারামুক্তির দিনে ঘটেছে বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনা। মানুষের ভীড়ে পদদলিত হয়ে আহত হয়েছেন সংবাদকর্মীসহ বেশ কয়েকজন নেতাকর্মী। ঘটেছে সড়ক দুর্ঘটনা, তাছাড়া মোবাইল, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র খুয়েছে শতাধিক লোক, যার মাঝে নেতাকর্মী, সংবাদকর্মী থেকে সাধারণ পথচারীও রয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কেন্দ্রীয় কারাগারের সামনে ঘটে এ ঘটনা।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ চোর চক্রের দুই সদস্যকে আটক করলেও তাদের কাছে মিলেনে কোন মোবাইল বা মানিব্যাগ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে , বাবরের মুক্তির খবরে তার নির্বাচনী এলাকাসহ বিভিন্ন এলাকা হতে হাজার হাজার মানুষ ভীড় করছে কারা ফটকে। প্রিয় নেতার মুক্তির আনন্দ উচ্ছাসে নিজের হারিয়ে খুজছে আর এর মাঝে পকেটে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ হারিয়ে অনেকে আবার পাগল প্রায়। মানুষের ভীড়ে পকেটমারদের একটি চক্র নিয়ে গেছে শতাধিক লোকের মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান সামগ্রী।
ভুক্তভোগী ইমরান ইস্পাহানি জানান, “কারাগারের সামনে মোবাইল দিয়ে ভিডিও করছিলাম, মোবাইল পকেটে রাখার পর পরই আবার মোবাইলের জন্য পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নেই।
ঢাকা বিমানবন্দর থেকে আসা আসাদ জানান নিরাপত্তার স্বার্থে সামনের পকেটে মানিব্যাগ রেখেও রক্ষা হয়নি। চোখের পলকে পকেট থেকে মানিব্যাগ চুরি হয়ে গেছে। আমার আরেক বন্ধুর মোবাইল চুরি হয়েছে। আসলে খুশির দিনে কান্না আসছে মূল্যবান সম্পদ হারিয়ে।
নিরাপত্তাকর্মীরা বলছেন,এ ধরনের বড় জনসমাগমে পকেটমাররা সাধারণত সক্রিয় হয়ে ওঠে এবং সুযোগের সদ্ব্যবহার করে। তাই এ সময় ব্যক্তিগত সম্পদের নিরাপত্তার দিকে বিশেষ খেয়াল রাখা উচিত। কারাগারের নিরাপত্তা কর্মীরা এ বিষয়ে কোনো সঠিক পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ উঠেছে।
এদিকে প্রিয় মানুষের মুক্তির দিনে এমন ঘটনা অনেকের জন্যই হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা বাহিনীকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
এব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানিয়েছেন, চুরির ঘটনায় একজন কে গ্রেফতার করা হয়েছে, তবে তার কাছ থেকে কোন কিছু পাওয়া যায়নি। আর এব্যাপারে কোন অভিযোগ হয়নি বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :