নিজস্ব প্রতিবেদক: কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী রোহিতপুর উচ্চবিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ইস্পাহানি কলেজের সাবেক অধ্যক্ষ ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোজাম্মেল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক মোল্লাহ, ঢাকা জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহেল, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ত্রিবুদ্দীন রোমান, সাংগঠনিক সম্পাদক সোলাইমান মোর্শেদ, বিশিষ্ট আবৃত্তিকার ও সাবেক ছাত্রনেতা ইসলাম রাজু, ইউনিয়ন যুবদলের আহবায়ক ইউসুফ জাহান, সদস্য সচিব যুবায়ের আহমদসহ অনেকে।
এসময় বিদ্যালয়ের পক্ষ্য হতে নতুন ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলেদেন অতিথিরা
আপনার মতামত লিখুন :