মাদরাসায় যেভাবে নববর্ষ পালনের নির্দেশ


ঢাকার চোখ প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৩, ৫:০০ অপরাহ্ন
মাদরাসায় যেভাবে নববর্ষ পালনের নির্দেশ

পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য রক্ষা করে জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তিলাওয়াত করে দেশের সব মাদরাসায় বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে দেশের সব সরকারি-বেসরকারি মাদরাসায় এই নির্দেশনা পালন করতে বলা হয়।

নির্দেশনায় বলা হয়, মাহে রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তিলাওয়াত ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করতে হবে। আদেশটি সব বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) জাকির হোসাইন বলেন, নতুন বছর যেন ভালো কাটে, এ জন্য দেশ ও জনগণের জন্য দোয়া করতে বলা হয়েছে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের।

এর আগে গত ৩ এপ্রিল সব মাদরাসায় বাংলা নববর্ষ উদযাপনে র‌্যালি আয়োজনের নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। সে আদেশটি গত ৯ এপ্রিল সব মাদরাসায় পাঠানো হয়। পরে এ নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়েছিল ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।