নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় সভাপতির রদবদলের পর জরুরি সদস্য সমাবেশের মাধ্যমে সেটআপের অংশ হিসেবে রদবদল হয়েছে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রশিবিরে। সদ্য বিদায়ী সভাপতি মাহবুবুর রহমান মাহবুব এর স্থলাভিষিক্ত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশি গুলিতে আহত ও গ্রেফতার হওয়া সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম সিয়াম।সেই সাথে সদস্য ও সার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রশিবির এর সেক্রেটারি হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন আবু ফাত্তাহ মোহাম্মদ তুর্জ।
গত ৮ জানুয়ারি রাতে জেলার ইকুরিয়া শহীদ আব্দুল মালেক মিলনায়তনে জরুরি সদস্য সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণ শাখার আগামী ১ বছরের সেটআপ সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাফওয়ান, ঢাকা জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুর রহমান, ঢাকা জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির মাওলানা দেলোয়ার হোসেন প্রমূখ।
আপনার মতামত লিখুন :