পবিত্র রমজান মাসে ১৫ রমজান পর্যন্ত ৯ কার্যদিবস সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। এই সময়ে মহানগর, ডবল সিফট ও সিঙ্গেল সিফটে সব বিদ্যালয় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।
রমজান উপলক্ষে বৃহস্পতিবার থেকে সরকারি-বেসরকারি হাইস্কুল ও কলেজে শুরু হচ্ছে রোজার ছুটি। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একই দিনে রোজার ছুটি শুরু হলেও এক দিন আগে শুরু হবে মাদ্রাসার ছুটি। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোজার ছুটি শুরু হবে আগামী ৭ এপ্রিল।
মঙ্গলবার (২১ মার্চ) সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে এ সব তথ্য জানা গেছে।
আপনার মতামত লিখুন :