কলকাতার ফেসবুক পেজেই থেকে গেলেন লিটন, হলো না অভিষেক


ঢাকার চোখ প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৩, ৩:৪১ অপরাহ্ন
কলকাতার ফেসবুক পেজেই থেকে গেলেন লিটন, হলো না অভিষেক

প্রথমবারের মতো আইপিএল খেলতে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাটার লিটন দাস। শুক্রবার (১৪ এপ্রিল) ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার জোর সম্ভাবনাও ছিল। কিন্তু তাকে ছাড়াই মাঠে নেমেছে কলকাতা। এতে করে আইপিএলে লিটনের অভিষেক আরও পিছিয়ে গেল। তবে কবে নাগাদ সুযোগ মিলবে তাও জানা যায়নি।

এর আগে অবশ্য আইপিএলে অংশগ্রহণের লক্ষ্যে দেশ ছাড়ার আগে লিটন জানিয়েছিলেন যদি সুযোগ পান ভালো করার চেষ্টা করবেন। বাংলাদেশি এই ক্রিকেটার দলের সঙ্গে যোগ দেয়ার পর থেকে বদলে যায় কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ। কেকেআর শিবিরে যোগদানের পর থেকে লিটনকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ প্রাধান্য দেয় ফ্র্যাঞ্চাইজি দলটি। বাংলাদেশি এই ক্রিকেটারকে নিয়ে ইতোমধ্যেই একাধিক ছবি, ভিডিও পোস্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি, তাতে সাড়াও পাচ্ছে বেশ। অন্য যে কোনো ক্রিকেটারের চেয়ে লিটনের ছবিতেই যেন মানুষের আগ্রহ বেশি, বিশেষ করে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের।

কলকাতা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিটন দাসকে যেভাবে তুলে ধরেছিলেন তাতে মনে করা হচ্ছে লিটনই যেন কলকাতার একজন বড় তারকা। যদিও বাংলাদেশি এই ক্রিকেটারের একাদশে সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে লিটন দাসকে যেভাবে কেকেআর প্রাধান্য দিয়েছিল তাতে অনেকে মনে করেছে হয়তো লিটন দাস আজকের ম্যাচে একাদশে ঢুকতে পারেন। আবার অনেকের ধারণা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো সাড়া পাওয়ার লক্ষ্যেই লিটন দাসকে নিয়ে এত মাতামাতি কলকাতার।

তবে, বাস্তবতা কি ছিল তা শুক্রবারের ম্যাচে জানা গিয়েছে। কলকাতা আজ নেমেছে তাদের অপরিবর্তিত একাদশ নিয়ে। আফগান উইকেটরক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ ছন্দে রয়েছেন, তাছাড়া সাকিবের পরিবর্তে কেকেআরের ব্যাকআপে ছিল জেসন রয়। শুধু লিটনই নয় একাদশে জায়গা হয়নি জেসন রয়েরও। তাই দিন শেষে বলা যায় কলকাতার ফেসবুক পেজেই রয়ে গেলেন লিটন।