নিজস্ব প্রতিবেদক: দাঁতের চিকিৎসা করাতে বাড়ি থেকে বের হয়ে ৮ দিন অতিবাহিত হলেও বাড়ি ফিরেনি ১৫ বছরের কিশোর আজমল। সে কেরানীগঞ্জ মডেল থানার খোলামোড়া এলাকায় তার মামার বাড়ি থেকে একটি কারখানায় কাজ করতো।
নিখোঁজ কিশোরের মামা মোঃ কাজল মিয়া জানান , গত ১৩/০১/২০২৫ ইং তারিখ অনুমান বেলা ১২:০০ ঘটিকার সময় কেরাণীগঞ্জ থানাধীন খোলামোড়া আমার বাসা থেকে ভাগিনা মোঃ আজমান (১৬) ডাক্তার দেখানোর জন্য কদমতলী মডেল টাউন সংলগ্ন ইবনে সিনা হাসপাতালে উদ্দেশে বের হয়। কিন্তু দীর্ঘ সময় অবহতি হওয়ার পর বাসায় ফিরে না আসায় আমি ইবনে সিনা হাসপাতালে স্ব-শরীরে উপস্থিত হয়ে আমার ভাগিনা মোঃ আজমান এর খোজ করি এবং অত্র হাসপাতালের রিসিপশনের কর্মরত দ্বায়ীত্বশীল কে আমার ভাগিনা মোঃ আজমান ইনফরমেশন চাইলে উনি খোজ খবর নিয়ে আমাকে জানায় যে আজমান নামে কোনো রোগী আমাদের এখানে আসে নাই। পরবর্তীতে আমি আসে পাশে খোজা খুজি করে কোথায় না পেয়ে আমার আত্মীয় স্বজন দের সাথে যোগাযোগ করিলে আমার ভাগিনা মোঃ আজমান তাদের কাছে আসে নাই বলে জানায়। এমনতবস্থায় আমার ভাগিনার নিরাপত্তাহীনতায় ভুগছি। খোজা খুজি অব্যাহত আছে। তার বাবা মা সহ স্বজনরা দুশ্চিন্তায় ভুগছে।
তিনি ভাগিনাকে ফিরে পেতে প্রশাসনসহ দেশবাসীর সহযোগিতা কামনা করেছে। কেউ তার সন্ধান পেয়ে থাকলে কেরানীগঞ্জ মডেল থানা বা নিন্মলিখিত নাম্বারে যোগাযোগ করবেন।
(মোঃ কাজল মিয়া) মোবাইল- ০১৭৯০-১২৬৯৪২
আপনার মতামত লিখুন :