দ্বিতীয় স্ত্রীর হাতে প্রাণ গেলো অটোরিকশা চালকের


ঢাকার চোখ প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন
দ্বিতীয় স্ত্রীর হাতে প্রাণ গেলো অটোরিকশা চালকের
নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে অটোরিকশা চালক নয়ন (২৫) মৃত্যুর অভিযোগ উঠেছে।
ঘটনাটি নিশ্চিত করে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় বুধবার রাতে নিহতের প্রথম স্ত্রী শাহানা আক্তার বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় নিহতের দ্বিতীয় স্ত্রী শারমিনকে আসামি করা হয়েছে।
নিহত নয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার নহরী গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি কেরানীগঞ্জের কদমতলী গোলাম বাজার এলাকায় দ্বিতীয় স্ত্রী শারমিনকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন এবং ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে (ওসি) মাজহারুল ইসলাম আরও বলেন, বুধবার (২৩ অক্টোবর) সকালে বাসায় পারিবারিক কলহের জেরে নয়নের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রীর ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে নয়ন গুরুতর আহত হন। প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের লাশের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে ওসি বলেন, ঘটনার পর থেকেই নিহতের দ্বিতীয় স্ত্রী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।