মুক্তির পরই আলোড়ন সৃষ্টি করেছে ‘লিডার আমিই বাংলাদেশ’


ঢাকার চোখ প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৩, ১২:৪৫ পূর্বাহ্ন
মুক্তির পরই আলোড়ন সৃষ্টি করেছে ‘লিডার আমিই বাংলাদেশ’

মুক্তির প্রথম দিনেই আলোড়ন সৃষ্টি করেছে শাকিব-বুবলি অভিনীত ‘লিডার আমিই বাংলাদেশ’। দেশের প্রতিটি সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি সাড়া ফেলেছে। সেইসাথে মাল্টিপ্লেক্সেও ‘লিডার’ দেখতে দর্শকদের চাপ বেড়েছে। এ কারণে তিনটি শো থেকে বাড়িয়ে রবিবার (২৩ এপ্রিল) থেকে দৈনিক পাঁচটি শো চালাচ্ছে যমুনা ব্লকবাস্টার সিনেমাস কর্তৃপক্ষ।

যমুনা ব্লকবাস্টার সিনেমাস সহকারী মার্কেটিং ম্যানেজার মাহাবুবুর রহমান গণমাধ্যমকে জানান, প্রথমদিনে ‘লিডার’ দেখতে দর্শকদের চাপ বেশি দেখা গেছে। এ কারণে দ্বিতীয় দিন থেকে পাঁচটি শো রাখা হয়েছে। মুক্তির প্রথমদিনেই যমুনাতে ৮০ শতাংশ দর্শক পাওয়া গেছে।

ঈদ উপলক্ষ্যে ১০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে তপু খান পরিচালিত ‘লিডার আমিই বাংলাদেশ’। লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাটিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন শবনম বুবলি, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সীমান্ত প্রমুখ।