কেরানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস পালিত
ঢাকার চোখ
প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৪, ৪:১৩ অপরাহ্ন
কেরানীগঞ্জ প্রতিনিধি: বর্ণাঢ্য নানা আয়োজনে ঢাকার কেরানীগঞ্জে উৎযাপিত হয়েছে মহান বিজয় দিবস। ভোরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের স্বরণে জিনজিরা মনু ব্যাপারীর ঢালে অবস্থিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
একে একে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, কেরানীগঞ্জ মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাব আল হোসাইন, দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, কেরানীগঞ্জ প্রেসক্লাব, রাজনৈতিক দল, শিক্ষা ও সামাজিক বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ মহান মুক্তিযুদ্ধের স্মারক স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বেলা ১১টায় কেরানীগঞ্জ উপজেলা মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সংবর্ধনা, বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, উপজেলা প্রকৌশলী মো: আরিফুর রহমান, কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশন (ভূমি) মনিষা রানী কর্মকার, দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রইস আল রিজোয়ান, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষা আব্দুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান নাসেরসহ অনেকে।
দিবসটি উপলক্ষে জেলখানা, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, এতিমখানা, মাদ্রাসায় পরিবেশন করা হয় উন্নত মানের খাবার। এছাড়াও সকল মসজিদ, মন্দির ও গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে জাতির সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :