মিয়ানমার সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫৩


ঢাকার চোখ প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৩, ৩:৫৫ অপরাহ্ন
মিয়ানমার সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫৩

মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বহু আহত হয়েছে। হতাহতাতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (১১ এপ্রিল) হামলায় বেঁচে ফেরাদের বরাতে এই খবর দিয়েছে বিবিসি।

হামলা থেকে বেঁচে ফেরা লোকেরা জানিয়েছেন নিহতদের মধ্যে অন্তত ১৫ জন নারী রয়েছেন এবং বেশ কয়েকটি শিশু রয়েছে। বিবিসি অবশ্য এই সংখ্যার সত্যতা যাচাই করতে পারেনি। বিবিসি জানিয়েছে, সাগাইং অঞ্চলে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এই অঞ্চলটি সামরিক সরকারের বিরোধিতা করে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে বিমান হামলার পরিমাণ বেড়েছে। মিয়ানমারে সাগাইং অঞ্চলে বিভিন্ন গোষ্ঠী সামরিক শাসনের বিরোধিতা করে থাকে। তারা নিজেদের বাহিনী গড়ে তুলেছে। নিজেরাই স্কুল ও ক্লিনিক পরিচালনা করছে।

গ্রামবাসীদের একজন বিবিসিকে বলেন, একটি যুদ্ধবিমান সকাল ৭টার দিকে বোমা নিক্ষেপ করে। এর ২০ মিনিট আগে একটি বন্দুকবাহী হেলিকপ্টার ওই অঞ্চলের ওপর দিয়ে ওড়ে যায়। এতে গ্রামটি স্তব্ধ হয়ে যায়। আল জাজিরা বলছে, স্থানীয় একটি প্রশাসনিক অফিস উদ্বোধনে লোকজন জড়ো হলে হামলা চালানো হয়।

সংঘাত পর্যবেক্ষণকারী একটি গোষ্ঠীর উপাত্ত বিশ্লেষণ করে বিবিসি বলছে, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত ৬০০টি বিমান হামলা হয়েছে।