সংসারে শান্তি বজায় রাখার উপায় : আজকের জোকস


ঢাকার চোখ প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৩, ৩:১৬ অপরাহ্ন
সংসারে শান্তি বজায় রাখার উপায় : আজকের জোকস

সংসারে শান্তি বজায় রাখার উপায়
এক সকালে জলিল সাহেব তার স্ত্রীকে বলছেন—
জলিল সাহেব: আজকে ছুটির দিন। সপ্তাহের এই দিনটা আমি একটু শান্তিতে কাটাতে চাই। তাই তিনটা সিনেমার টিকিট কেটে আনলাম।খুশিতে গদগদ হয়ে বললেন জলিলের স্ত্রী বললেন—
স্ত্রী: সে তো ভালো কথা। কিন্তু টিকিট তিনটা কেন গো? তুমি-আমি আর কে যাবে?
জলিল সাহেব: তুমি-আমি না। তুমি আর বাচ্চারা যাবে। আমি বাসায় থাকব। ঘরে শান্তি বজায় থাকবে। তাতে সংসারও সুখের হবে।

ঢাকা কত দূর!
ক্লাসে শিক্ষক পড়াচ্ছেন। এক ছাত্রকে জিজ্ঞাসা করলেন—
শিক্ষক: বল তো রতন, ঢাকা কোথায় অবস্থিত?
রতন: খাটের নিচে স্যার।
শিক্ষক: এসব কী বল।
রতন: বাড়ির মালিক যখন ভাড়া চাইতে আসেন, তখন আম্মু বলেন আব্বু ঢাকা গেছেন। তখন তো আব্বু খাটের নিচে থাকেন।

ঘড়ি আবিষ্কার না হলে যা হতো
দুই বন্ধু গল্প করছে—
ছোটন: বল তো নোমান, ঘড়ি আবিষ্কার না হলে কেমন হতো?
নোমান: ভারি মজা হতো।
ছোটন: কেন? ভারি মজা হতো কীভাবে?
নোমান: তাহলে যত ইচ্ছা দেরি করে স্কুলে যেতে পারতাম।