তিনি আজ সকালে ঢাকার কেরানীগঞ্জে মডেল থানার শ্যামল বাংলা রিসোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা কর্তৃক আয়োজিত ২০ ও ২১ জুন ২ দিনব্যাপী রুকন শিক্ষা শিবিরের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীরে জামায়াত মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং জামায়াত মনোনীত ঢাকা-১৯ আসনের সংসদ প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইনের সঞ্চালনায় জামায়াতে ইসলামীর এ রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেন, সফলতার মাপকাঠি জাহান্নাম থেকে বাচা, সূরা তহা ১২৪- কুরআন থেকে দুরে থাকে, কুরআনের পথে চলে না, কুরআন মানে না তারা দুনিয়ায় সংকীর্ণ জীবন কাটাবে, অশান্তিপূর্ন জীবন কাটাবে, কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে,কু আংফুছাহুম আহলিকুম নারা- পরিবারকে জাহান্নাম থেকে বাচাতে হবে,জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে মাল ও জান দিয়ে জিহাদ করা, সেক্ষেত্রে তিন ভাগের একভাগ আল্লাহর রাস্তায় ব্যয় করা,কামনা বাসনা ত্যাগ করতে হবে, দুঃখ কষ্টকে ভালোবাসতে হবে, নিজের সাথে সাথে বউ বাচ্চাদের এয়ানত বৃদ্ধি করতে হবে,জান্নাতে যাওয়ার প্রবল ইচ্ছা থাকতে হবে, সেক্ষেত্রে কষ্ট করা শিখতে হবে,শাহাদাতের মৃত্যু কামনা করতে হবে,নির্বাচন করাটাও জাহান্নাম থেকে বাচার চেষ্টা, ভোট চাইতে হবে ব্যক্তির পক্ষে নয়- মার্কার পক্ষে, দাওয়াতি কাজ করা,সাংগঠনিক কাজ করা, টার্গেট আমাদের বিজয় নয়, টার্গেট হবে কুরআন কে সংসদে নেয়া,জান্নাতের জন্য আমল- প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া, নিয়মিত সাইয়েদুল ইস্তেগফার পড়া।
৫টি কাজ করার চেষ্টা করাঃ১.ঋন নিয়ে না মরা,০২ সদকায় জারিয়াহ করে যাওয়া,০৩ রক্তের সম্পর্ক ছিন্ন করা যাবে না ০৪ কারও হক নষ্ট করবেন না,০৫.মাফ করে দেওয়া ও মাফ চাওয়া।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে পড়া এবং জ্ঞান বৃদ্ধির জন্য সকল ধরনের অধ্যয়ন বৃদ্ধি করা।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর আব্দুল জাব্বার বলেন, রুকনদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে, কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী সময় নির্দেশনার আলোকে কাজ করা এবং উপশাখা গঠনের পর সেগুলো সচল রাখা, আমাদের যতটুকু সাধ্য আছে সেগুলো নিয়ে ময়দানে ঝাপিয়ে পড়ে আল্লাহর উপর তাওয়াককুল করা।
অনুষ্ঠানো আরও উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলাম, মাওলানা মোঃ আব্দুর রউফ, জেলা সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইন, মাওলানা মোঃ শাহাদাত হোসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন, কবিরুজ্জামান, এডভোকেট মীর আতাউর রহমান, এডভোকেট ব্যারিষ্টার আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম মজুমদার, ইমদাদুল হক এবং জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারিসহ বিভিন্ন থানার আমীর, সেক্রেটারি প্রমুখ।
আপনার মতামত লিখুন :