শিশুশ্রম রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: সচিব সফিকুজ্জামান


ঢাকার চোখ প্রকাশের সময় : জুন ১৯, ২০২৫, ৭:৪২ অপরাহ্ন
শিশুশ্রম রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: সচিব সফিকুজ্জামান

কেরানীগঞ্জ প্রতিনিধি:শিশুশ্রম নির্মূলে শুধু সরকারের একক প্রচেষ্টা যথেষ্ট নয়, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রম শৃঙ্খল ছিঁড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর হাজারীবাগ ঝাউচর বালুর মাঠে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সচিব সফিকুজ্জামান বলেন, শিশুদের শুধু বিদ্যালয়ে পাঠালেই হবে না, তাদের নিরাপদ শৈশব ও সৃজনশীল বিকাশ নিশ্চিত করতে হবে। এজন্য দরকার পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকা।

অনুষ্ঠানটি আয়োজন করে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সচেতনতামূলক আলোচনা সভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ্জামান, চাইল্ড লেবার এলিমিনেশন প্রোগ্রামের ম্যানেজার আফজাল কবির খান, এডুকো বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর আব্দুর রহিমসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা