কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর এলাকায় অনুমোদনহীনভাবে শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৬ জুন) দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে ‘মিমি এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ’ নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভয়াবহ অনিয়মের প্রমাণ মেলে। বিএসটিআই অনুমোদন ছাড়াই শিশুদের জন্য খাদ্য তৈরি করছিল প্রতিষ্ঠানটি। খাদ্য তৈরিতে ব্যবহৃত হচ্ছিল বিভিন্ন কেমিক্যাল, কৃত্রিম ফ্লেভার এবং নিম্নমানের উপকরণ।
কারখানার পরিবেশ ছিল অত্যন্ত নোংরা, অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং জনস্বার্থে কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়।
অভিযানের অংশ হিসেবে রোহিতপুর বাজার এলাকার দুটি বেকারিতেও তদারকি চালানো হয়। খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এদেরকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল। অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় করেন এবং সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানান।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনগণের নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিত করতে তারা নিয়মিত এমন অভিযান অব্যাহত রাখবে।
বিশেষজ্ঞদের মতে, শিশুদের খাদ্যে ভেজাল ও ক্ষতিকর উপাদান মেশানো হলে তা তাদের স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্য গুরুতর হুমকি হতে পারে। তাই সচেতন অভিভাবকদের যাচাই-বাছাই করে পণ্য কেনার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :