স্পোর্টস রিপোর্ট: বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচেই দেখালো আধিপত্যের নিদর্শন। যুক্তরাষ্ট্রের সিনসিনাটির টিকিউএল স্টেডিয়ামে রোববার রাতে অকল্যান্ড সিটিকে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ইউরোপিয়ান জায়ান্টরা।
প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন। গোটা ম্যাচজুড়ে ছিল একচেটিয়া দাপট। প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে বল পাঠান টমাস মুলার, কিংসলে কোমান ও মাইকেল ওলিসে। দ্বিতীয়ার্ধে বদলি নামা জামাল মুসিয়ালা করেন হ্যাটট্রিক। দুটি করে গোল করেন কোমান, মুলার ও ওলিসে। একটি গোল করেন সাশা বুয়ে।
গোলের জন্য বায়ার্ন নিয়েছিল ১৫টি শট, যার ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে, অকল্যান্ড সিটি পুরো ম্যাচে একটি শট নেওয়ার সুযোগও পায়নি। মাঠের প্রতিটি বিভাগে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে জার্মান ক্লাবটি গড়েছে রেকর্ডের পর রেকর্ড।
এই জয়ে আত্মবিশ্বাসে বলীয়ান বায়ার্নের সামনে এখন বিশ্ব শিরোপার দিকেই চোখ।
আপনার মতামত লিখুন :