কেন্দ্রীয় কারাগারে ছাত্র হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক চেয়ারম্যানের আত্মহত্যা


ঢাকার চোখ প্রকাশের সময় : জুন ১৫, ২০২৫, ৫:২৫ অপরাহ্ন
কেন্দ্রীয় কারাগারে ছাত্র হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক চেয়ারম্যানের আত্মহত্যা

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছাত্র হত্যা ও ভাঙচুর মামলার প্রধান আসামি, সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন (৪৫) আত্মহত্যা করেছেন।

কারা কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে কারাগারের সূর্যমুখী সেলে নিজের সেলের জানালার সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেন সুজন। অল্প সময়ের মধ্যে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টা ৩৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২০২৫ সালের ২৯ জানুয়ারি তাকে ছাত্র হত্যার মামলায় গ্রেপ্তার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তখন থেকেই তিনি সূর্যমুখী সেলে বন্দি ছিলেন।
সাবেক এই জনপ্রতিনিধি ও ক্ষমতাসীন দলের নেতা কী কারণে আত্মহত্যা করেছেন, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও জল্পনা।
এই ঘটনাকে কেন্দ্র করে তার নিজ এলাকা সাভারে শুরু হয়েছে আলোচনা ও উত্তেজনা। সদ্য সাবেক চেয়ারম্যান এর মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোক এবং বিস্ময়ের ছায়া নেমে এসেছে।