কামরাঙ্গিরচরে বিএনপি নেতা হাজী মনিরের সমর্থনে হাজারো জনতার মিছিল ও সমাবেশ


ঢাকার চোখ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৯:০৫ অপরাহ্ন
কামরাঙ্গিরচরে বিএনপি নেতা হাজী মনিরের সমর্থনে হাজারো জনতার মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে এবং মাদক, চাঁদাবাজি, খুন, রাহাজানি, লুটপাটসহ সকল অপরাধ বন্ধে বি এন পি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ন আহবায়ক হাজী মনির হোসেনকে ঢাকা ২ আসনের সংসদ সদস্য হিসাবে দেখতে চান কামরাঙ্গীরচরের জনগণ। হাজী মুনিরের সমর্থনে এবং তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে আজ ৫ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৪ টায় কামরাঙ্গীরচরের ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ডের হাজার হাজার জনতা মিছিল সহকারে কামরাঙ্গীরচর থানার পাশে খালপাড় চৌরাস্তায় বিশাল সমাবেশে মিলিত হন। কামরাঙ্গীরচর থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন বাসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, কামরাঙ্গীরচর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ সরদার, হযরত হাফেজ্জী হুজুরের নাতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা সাজিদুর রহমান ফয়েজী, সাইফুল ইসলাম রসূলপুর জুলহাস মিয়া, কাউন্সিল পদপ্রার্থী হাজী সাইফুল ইসলাম, মোঃ খায়েরুদ্দিন ও পারভেজসহ
বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সমাবেশে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, হাজী মনির হোসেন চেয়ারম্যান দীর্ঘদিন যাবত কামরাঙ্গীরচরের মানুষের সেবা করে আসছেন। তিনি সবসময় সন্ত্রাস ও চাঁদাবাজ এর বিরুদ্ধে ভূমিকা রাখেন। আগামী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে তাকে এলাকার উন্নয়নের জন্য নির্বাচিত করতে চায়।
সমাবেশে বক্তাগণ বলেন, কামরাঙ্গীরচরের মাটি ও মানুষের জন্য হাজী মনির হোসেনের ত্যাগ ও কুরবানী অপরিসীম। ঢাকা ২ আসনের জনগণের উন্নয়নে মনির হোসেন এর বিকল্প কেউ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা তাকে এমপি হিসেবে দেখতে চাই। বিগত ফেসিস্ট সরকারের আমলে আন্দোলন সংগ্রামে হাজী মনির হোসেন চেয়ারম্যানের ভূমিকা ছিল প্রশংসনীয়। কতিপয় এর স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। জাতীয় দৈনিক যুগান্তরে হাজী মনিরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ ছেপে তার মানহানি করার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মিথ্যা সংবাদ প্রচারের অপরাধে যুগান্তরকে আগামী তিন দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান একাধিক বক্তা।
বক্তাগণ আরো বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে যারা নিজেদেরকে বাঁচানোর জন্য আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ না করে গা ঢাকা দিয়ে ছিলেন তারাই হাজী মনিরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে । আমরা তাদের বিচারের দাবি জানাচ্ছি।