সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র ১০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেল ৫ টায় উপজেলার নিমতলায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এম হায়দার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকি, যুবদলনেতা প্রিন্স নাদিম, আসলাম ভূইয়া সহ অন্যান্য নেতৃত্বগণ।
অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন সিরাজদিখান উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর আহবায়ক মোঃ রাসেল মৃধা, সঞ্চালনায় সিরাজদিখান উপজেলার আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর সিনি: যুগ্ম আহবায়ক রিয়াদ হোসেন ও সদস্য সচিব আনিসুর রহমান দুর্জয়।
অনুষ্ঠান শেষে আরাফাত রহমান কোকো’র জন্যে দোয়া ও গরীব ও দুস্থদের জন্য শীতবস্ত্র বিতরণ করেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।