কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ স্কাউটস কেরানীগঞ্জ উপজেলার কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে কেরানীগঞ্জ উপজেলা স্কাউটস এডহক কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও
উপজেলা স্কাউটস এডহক কমিটির সদস্য সচিব মো:আজিজুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা স্কাউটস এডহক কমিটির আহবায়ক আনজুমান আরা বেগম, সিরাজনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেনসহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক প্রতিনিধি ও স্কাউট লিডাররা।
পরে ২০২৩/২৪ সালে গঠিত কেরানীগঞ্জ উপজেলা স্কাউটস কমিটি বিলুপ্ত করে নতুন এডহক কমিটি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :