কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
জানা গেছে, সকাল সাড়ে ১১ টার দিকে ধলেশ্বরী টোল প্লাজায় বরিশালগামী বেপারি পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৫১৭০) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে টোল আদায় করতে দাঁড়িয়ে থাকা দু'টি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলকে ধাকা দেয়। এতে দুই মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী, শিশুসন্তান, পথচারীসহ ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
দুর্ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনী ১৯ বীরের মেজর রিফাত ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং হাসারা হাইওয়ে থানা পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে আহত ও নিহতদের উদ্ধার করে আহতদের মিটফোর্ড হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।
অতিরিক্ত গতির কারণে বাসের ড্রাইভার ব্রেক ফেল করে প্রথমে একটি প্রাইভেট কারকে এবং প্রাইভেটকার তার সামনের মোটরসাইকেলকে ধাক্কা দিলে উক্ত দূর্ঘটনা ঘটে বলে জানা যায় ফায়ারসার্ভিস। হাসাড়া থানা পুলিশ ঘাতক বাসটি আটক করেছে, তবে দূর্ঘটনার পর পর চালক পালিয়ে যায় বলে যায়।
দুর্ঘটনার পর একটি লেন দিয়ে অল্প সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে যানবাহন চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।