কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের হিজলা গ্রামের প্রবাসীদের সংগঠন হিজলা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হিজলা আইডিয়াল স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও স্কুল ড্রেস বিতরণ করা হয়।
১৮ ডিসেম্বর (বুধবার) সকালে হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের সদস্যগন ছাত্রছাত্রীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
হিজলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাইরুল বাশার রাজু স্যারের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলাউদ্দিন মাস্টার, হিজলা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম, হাজী শাহাবুদ্দিন, যুবদল নেতা শাহিন কবির, ঢাকা ক্যানভাস সম্পাদক আরিফুল ইসলাম।
এ উপস্থিত ছিলেন মন্টু মিয়া, অলি মিয়া, শমশের আলী, মোহাম্মদ আসাদ, হিজলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সদস্য হেলাল উদ্দিন, মাসুম, আবু হানিফ, সুলতান মাহমুদ প্রমুখ।