কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে সদস্য সংগ্রহ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার মোল্লা বাজারে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব
আতিকুর রহমান মানিক।
কোন্ডা ইউনিয়ন যুবদলের আহবায়ক ডা. শ্রী কৃষ্ণ তালুকদার এর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেন খোকার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শাহিন রহমান।
এছাড়াও সভায় জেলা, উপজেলা ও স্থান বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও মাদক নিয়ন্ত্রণের ওপর জোর দেন এবং দলীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। এছাড়াও, নেতাকর্মীদের চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন।