সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ফ্যাসিস্টদের বিচার করা হলেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মা শান্তি পাবে বলে মন্তব্য করেছেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
দেশের চলমান পরিস্থিতিতে দলকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মধ্যপাড়া ইউনিয়ন পশ্চিম কাকালদী ১নং ও ২নং ওয়ার্ডের জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পশ্চিম কাকালদী রিসোর্ট মার্কেটে সিরাজদিখান সাংগঠনিক উপজেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এ কর্মী সভার আয়োজন করা হয়।
এম হায়দার আলী আরও বলেন, কিছুদিন পর পরই কল রেকর্ড বের হয়, সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়; পিলখানা হত্যাকান্ড, হেফাজত হত্যাকান্ডসহ গত ১৬ বছরের সকল গুম-খুনের বিচার করতে হবে। আমাদের ঐক্যবন্ধ থাকতে হবে যেনো আর কখনোই স্বৈরাচার ফিরে না আসে।
সিরাজদিখান উপজেলা জাতীয়তাবাদী যুবদল আহবায়ক ইয়াছিন সুমনের সভাপতিত্বে ও সিরাজদিখান উপজেলা জাতীয়তাবাদী যুবদল যুগ্ম-আহবায়ক কেএম ইকবাল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। প্রধান বক্তা ছিলেন সিরাজদিখান উপজেলা জাতীয়তাবাদী যুবদল সদস্য সচিব শাহাদাৎ শিকদার। বিশেষ বক্তা ছিলেন সিরাজদিখান জাতীয়তাবাদী যুবদল সিনিয়র যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন আফিউদ্দিন বেপারী, আজিম আল রাজী, আব্দুর রহিম শেখ, নজরুল ইসলাম নজু, এনামূল হক তুহিন, সায়েম, রাসেল শেখ, মোশারফ হোসেন প্রমুখ।