কেরানীগঞ্জ প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, দেশে নতুন করে বিশৃঙ্খলা করার চেষ্টা হচ্ছে। মাথা পালিয়েছে, লেজ কিন্তু পালায় নাই।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভায়র এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা ১৬ বছর জোর করে ক্ষমতায় ছিলেন। বলেছিলেন তিনি পালান না, কিন্তু তিনি পালিয়ে গেছেন। নেতাকর্মীদের দিকেও তাকাননি। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা রয়ে গেছে। তারাই বিভিন্ন ইস্যু নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মাথা পালাইছে, লেজ পালায় নাই। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। তারা যেন কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, ১৬ বছর আপনারা অনেক কষ্ট করেছেন। অনেক মামলা, হামলার শিকার হয়েছেন। বাড়িতে বন্দি থেকেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬ বছরের আন্দোলন সংগ্রাম ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে পূর্ণতা পেয়েছে। দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। এখন আর কেউ আপনাদের ভোটাধিকার কেড়ে নিতে পারবে না। আপনাদের ভোট আপনারা দেবেন। ইনশাআল্লাহ আপনাদের ভোটে বিএনপি আবারও ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় আসলে কেরানীগঞ্জকে মডেল শহর হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।
তারানগর ইউনিয়ন যুবদলের সভাপতি নাদিম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, যুগ্নআহবায়ক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল যুবনেতা মো. সোলাইমান, আমজাদ সরকার, আরাফাত হোসেন মিলনসহ অনেকে