সিরাজদিখান প্রতিনিধিঃ দুর্নীতি, সন্ত্রাস, মাদক,ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে, প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে বলে মন্তব্য করেছেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
২০ নভেম্বর সিরাজদিখান উপজেলার পলাশপুর নিউ ঢাকা সিটি ইন-এ মুন্সীগঞ্জ জেলাধীন সিরাজদিখান থানা পুলিশ প্রশাসন কত্তৃক আয়োজিত মাদক, যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, মোবাইল ফোনের অপব্যবহার, চুরি, ছিনতাই ও ডাকাতি রোধে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সভায় এম হায়দার আলী আরও বলেন, ৫ আগষ্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা সম্মিলিতভাবে সিরাজদিখান উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করেছি। আমাদের কাজ অব্যাহত আছে এবং আগামীতেও থাকবে। সেই সাথে আমাদের প্রত্যেক কে প্রশাসন কে সহযোগিতা করতে হবে এবং প্রশাসনও আমাদের সহযোগিতা করতে হবে। অপরাধ-মাদকের সাথে যারা যুক্ত থাকবে তাদের কে কঠোর হাতে দমন করতে হবে।
মতবিনিময় সভায় সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সিরাজদিখান-টঙ্গীবাড়ী উপজেলার সার্কেল এএসপি আ.ন.ম ইমরান খান। এছাড়াও উপজেলার অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বগণ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় জনসাধারণগন অপরাধ-মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহবান জানান এবং একটি পুলিশ ফাড়ি স্থাপনের দাবী জানান।