নবাবগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মোয়াজ্জেম হোসেনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারের নিজ বাসা থেকে তাকে ঢাকা মহানগর ডিবি পুলিশের একটি দল আটক করেন।
আটককৃত মোয়াজ্জেম হোসেনের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার কামারখোলা গ্রামে।
নবাবগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানাযায়, মোয়াজ্জেম হোসেনের নামে নবাবগঞ্জ থানায় বিস্ফোরক ও হত্যা চেষ্টায় দুটি মামলা রয়েছে। এ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গত ২ ও ২১ সেপ্টেম্বর নবাবগঞ্জ থানায় এ মামলা দুটি দায়ের করা হয়।
এব্যাপারে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, আমরা নিশ্চিত হয়েছি মোয়াজ্জেম হোসেনকে আটকের পর ডিবি তাকে জিজ্ঞাসাবাদ করছেন। নবাবগঞ্জ থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর নবাবগঞ্জে দলের কোনো জ্যেষ্ঠ নেতা আটকের খবর পাওয়া যায়নি। কেন্দ্রীয় যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেনই প্রথমে আটক হলেন। এছাড়া নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর আলমও এই মামলায় গ্রেফতার হয়েছেন।