কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে রাজনৈতিক মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার ২১ (অক্টোবর) দিবাগত রাত ১ টায় রোহিতপুর ইউনিয়নে লাখিরচর গ্রামের নিজ বাড়ি হতে তাদের গ্রেফতার করা হয। গ্রেফতারকৃতরা হলেন রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল হুদা (৫৫) ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জুলফিকার আলী জুলফু (৫০)
আটক নেতাদের পরিবারের পক্ষ হতে জানানো হয়েছে যে, রাত ১ টার দিকে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল ঘুমন্ত অবস্থায় তাদের গ্রেফতার করে নিয়ে গেছে। তবে কোন মামলায় বা কেনো তাদের আটক করা সে ব্যাপারে কিছুই জানায়নি। তাদের নামে কোন মামলা নেই বলে জানিয়েছে তাদের পরিবার।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাব আল হোসাইন। তাদের কে একটি রাজনৈতিক মামলায় আটক শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। তবে তাদের কোন মামলায় আটক দেখানো হয়েছে তা জানা যায়নি।
ধারণা করা হচ্ছে ১৯ জুলাই রাজধানীর বসিলা এলাকায় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রিয়াজ হত্যা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।