চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকায় টায়ারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেওয়াহাট ব্রিজের নিচে রেললাইনের পাশে শনিবার দুপুর পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে। পরবর্তী সময়ে টায়ারের দোকান থেকে পাশের বস্তিতে আগুন ছড়িয়ে পড়লে তা ভয়াবহ আকার ধারণ করে। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক। বর্তমানে আগুন নেভাতে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
আগুনের ঘটনায় চট্টগ্রাম থেকে সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম বলেন, ‘আগুনের ঘটনা ঘটেছে দেওয়ানহাটের মার্শাল ইয়ার্ড এলাকার কাছে। সে জন্য ঝুঁকি এড়াতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’
ফায়ার সার্ভিস কর্মকর্তা এনামুল হক বলেন, আমরা দুপুর ১২টা ৪৫-এর দিকে আগুন লাগার খবর পেয়েছি। তৎক্ষণাৎ আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তী সময়ে বায়েজিদ, চন্দনপুরা ও নন্দনকানন স্টেশন থেকে আরও কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এখন মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।