পবিত্র রমজান মাসের বিদায় বেলায় চাঁদ রাতে খেটে খাওয়া মানুষ ও রিকশা চালকদের মাঝে ইফতার বিতরণ করলো বাংলাদেশ সনাতন পার্টি।
শুক্রবার (২১এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ সনাতন পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি সুশান্ত চন্দ্র বর্মন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কালিপদ চন্দ্র সাহা, অর্থ সম্পাদক সজল কান্তি পাল ও অন্যান্য নেতাকর্মীরা রাজধানীর মতিঝিল এলাকায় ঘুরে ঘুরে দুস্থ, অস্বচ্ছল বয়স্ক মানুষের মাঝে এই ইফতার বিতরণ করেন।
এছাড়াও ঈদ উপলক্ষে তারা স্থানীয় কার্যক্রমের অংশ হিসেবে জেলা পর্যায়ে ঈদ উপহার, ওষুধ সামগ্রী এবং ইফতার বিতরণ করেছেন বলে জানান সভাপতি সুশান্ত চন্দ্র বর্মন।
সুশান্ত চন্দ্র বর্মন বলেন, মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমাদের এই ছোট্ট আয়োজন। আজকে সমাজের খেটে খাওয়া মানুষের মধ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে অসাম্প্রদায়িক চেতনার যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি তা আরও বেগবান হলো।
তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে তিনশো আসনে তারা নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছে। সারাদেশে তাদের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।