আসন্ন ঈদে আসছে তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল গীতিকবি সাইফুল বারী’র গাতিকথায় নতুন গান। ‘স্বার্থপর’ শিরোনামে এ গানটি গেয়েছেন ৬ বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ও কণ্ঠশিল্পী ফললুর রহমান বাবু।
জানা যায়, সম্প্রতি গাজীপুরের খামার বাড়িতে গানটির ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা এসএম আলামিন কবির। এত অভিনয় করেছেন রাকি সুলতান, নওরিন জাহান, শাকি, শাহ জালাল রোজবি সর্দারসহ আরও অনেকে। গানটি এএস মিউজিক স্টেশন ইউটিব চ্যানেল থেকে মুক্তি দেওয়া হবে।
ফললুর রহমান বাবু জানান, সাইফুল খুব ভালো লিখেছে। ভক্ত শ্রোদের ভালো লাগবে বলে বিশ্বাস করি।
সাইফুল বারী বলেন, এটি আমার খুবই পছন্দের একটি গান। গুণী মানুষ এটি গেয়েছেন। সব মিলিয়ে দারুণ হয়েছে। আশা করি, সবার কাছে ভালো লাগবে।