কেরানীগঞ্জ মডেল থানা জামায়াতের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত


ঢাকার চোখ প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৫, ৯:৪৩ অপরাহ্ন
কেরানীগঞ্জ মডেল থানা জামায়াতের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেরানীগঞ্জ মডেল থানা শাখার উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে (৪ জুলাই, শুক্রবার) উপজেলার তারানগর ইউনিয়নের জয়নগর মাঠে অনুষ্ঠিত সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট মশিউল আলম।

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলার আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার নায়েবে আমির ও ঢাকা-০৩ আসনের  সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম  ও  ঢাকা-০২ আসনের প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার মো. তৌফিক হাসান।

সভায় সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ মডেল থানার আমির ও ঢাকা জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম মজুমদার।

বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী নেতৃত্বের কোনো বিকল্প নেই। আদর্শিক ভিত্তিতে সমাজ পরিবর্তনে কর্মীদের ভূমিকা অপরিহার্য উল্লেখ করে তাঁরা বলেন, সংগঠনের শৃঙ্খলা ও কাঠামোকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।