সরকারি ইস্পাহানী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ


ঢাকার চোখ প্রকাশের সময় : জুলাই ১, ২০২৫, ৯:১০ অপরাহ্ন
সরকারি ইস্পাহানী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-২ আসনের জনপ্রিয় নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি-এর নির্দেশনায় সরকারি ইস্পাহানী ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীদের জন্য গ্রহণ করা হয়েছে প্রশংসনীয় একটি মানবিক কর্মসূচি।

এই উদ্যোগের আওতায় পরীক্ষার্থীদের জন্য রয়েছে পরীক্ষার শুরু ও শেষে পানির ব্যবস্থা, মাস্ক বিতরণ, মোবাইল ফোন, মানিব্যাগ ও বইসহ প্রয়োজনীয় ব্যক্তিগত জিনিসপত্র হেফাজতে রাখা ও পরীক্ষা শেষে ফেরত প্রদান, পরীক্ষার পূর্বে ও পরে কলেজ গেইট থেকে রামেরকান্দা বোর্ডিং পর্যন্ত সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে সহযোগিতা।

এই কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন সরকারি ইস্পাহানী ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক হাসিবুল হিসান, সদস্য সচিব নোমান খান। তাদের সঙ্গে সমন্বয় করছেন যুগ্ম আহ্বায়ক কাজি মনির ও কামরুল মাহমুদ এবং কার্যক্রমে সহায়তা করছেন সদস্য কাজল, হোসাইন মেহেদি ও সাব্বিরসহ অনেকে।

কার্যক্রম নিয়ে কলেজ ছাত্রদলের সদস্য সচিব নোমান খান বলেন, পরীক্ষার্থীদের যেন কোনো রকম দুর্ভোগ পোহাতে না হয়, সে লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা মনে করি, এটি ছাত্রদলের সামাজিক দায়বদ্ধতারই অংশ।”

ছাত্রদলের এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক, শিক্ষক ও সাধারণ মানুষ। সর্বমহলে প্রশংসিত হচ্ছে এই ব্যতিক্রমী সেবা কার্যক্রম।