সিরাজদিখানে ফেরদৌস আলম স্মৃতি গোল্ডকাপে সেমিফাইনালে নতুন সোনাকান্দা কিংস এলিভেন


ঢাকার চোখ প্রকাশের সময় : জুন ২৭, ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
সিরাজদিখানে ফেরদৌস আলম স্মৃতি গোল্ডকাপে সেমিফাইনালে নতুন সোনাকান্দা কিংস এলিভেন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:মুন্সিগঞ্জের সিরাজদিখানে অনুষ্ঠিত ফেরদৌস আলম স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলায় জয় পেয়েছে কেরানীগঞ্জের দল নতুন সোনাকান্দা কিংস এলিভেন।

শুক্রবার (২৭ জুন) বিকেলে সিরাজদিখান উপজেলার সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে ইসলামপুর ইউনাইটেডকে ৩-২ গোলে পরাজিত করে সোনাকান্দা দলটি।

নিয়মিত সময়ের খেলা গোলশূন্য (০-০) থাকায় ম্যাচটি গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে নাটকীয় উত্তেজনার মধ্যে দিয়ে জয় নিশ্চিত করে কেরানীগঞ্জের প্রতিনিধি দল।

খেলার আগে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ দল হিসেবে বিবেচিত হলেও, মাঠে দারুণ প্রভাব বিস্তার করে খেলে সোনাকান্দা কিংস এলিভেন। তাদের রক্ষণভাগ ও আক্রমণভাগে ছিল চমৎকার সমন্বয় ও দৃঢ়তা।

এই জয়ের মাধ্যমে নতুন সোনাকান্দা কিংস এলিভেন সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেয়। জেলার ঐতিহ্যবাহী এই ফুটবল টুর্নামেন্টে এবছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে আটটি দল অংশ নিচ্ছে। প্রতি খেলায় মাঠজুড়ে দর্শকের উপচে পড়া ভিড় প্রমাণ করে ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা আজও অটুট।