কক্সবাজারে টিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ


ঢাকার চোখ প্রকাশের সময় : জুন ২৭, ২০২৫, ৮:২৯ অপরাহ্ন
কক্সবাজারে টিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

রানা আহমেদ, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:কক্সবাজার জেলার চকরিয়া ও সদর উপজেলায় ১০ দিনব্যাপী টিডিপি (ট্রেনিং ফর ডেভেলপমেন্ট প্রোগ্রাম) মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) প্রশিক্ষণের সমাপ্তি উপলক্ষে সদর উপজেলায় তৃতীয় ধাপের চলমান প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়। একইদিনে চকরিয়া ও সদরের ১০ দিনের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস।

বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার আনসার ব্যাটালিয়নের (১ এবিএন) পরিচালক রাজীব হোসাইন এবং পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিমুল এহসান মানিক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রশিক্ষণপ্রাপ্তদের নিজ নিজ এলাকায় সামাজিক অপরাধ, অস্থিরতা, সহিংসতা, বাল্যবিবাহ ও মাদকবিরোধী কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখতে হবে। পাশাপাশি জাতীয় ও স্থানীয় নির্বাচন এবং পূজাসহ বিভিন্ন দায়িত্ব পালনে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। এছাড়াও তিনি সামাজিক বনায়নের গুরুত্ব তুলে ধরে সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান এবং উপস্থিত প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।