আজ ২৪ জুন (মঙ্গলবার) সকাল ১০টায় মুন্সিগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন খান মিলনায়তনে মাসিক কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করেন মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।
একই মামলার রহস্য উদঘাটন, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও মালামাল উদ্ধার অভিযানে বিশেষ অবদান রাখায় পদ্মা সেতু উত্তর ডিবি টিমকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ ফিরোজ কবির।
ক্লু-লেস এই মামলার সফল তদন্ত, ডাকাত চক্রের দ্রুত গ্রেফতার, বিজ্ঞ আদালতে সোপর্দ এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ সব ক্ষেত্রে সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ। অভিযানের সফল বাস্তবায়নে মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইশতিয়াক আহমেদ রাসেলের দিকনির্দেশনা ও সার্বিক সহায়তা ছিল উল্লেখযোগ্য।
আপনার মতামত লিখুন :