মুন্সিগঞ্জে দ্রুততম সময়ে ডাকাত চক্র গ্রেপ্তার: শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হলেন আজাদ


ঢাকার চোখ প্রকাশের সময় : জুন ২৪, ২০২৫, ৪:২৮ অপরাহ্ন
মুন্সিগঞ্জে দ্রুততম সময়ে ডাকাত চক্র গ্রেপ্তার: শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হলেন আজাদ

মুন্সিগঞ্জ প্রতিনিধি:মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর ও পদ্মা সেতু উত্তর থানায় মে/২০২৫ মাসে সংঘটিত ক্লু-লেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন এবং সংঘবদ্ধ ডাকাত চক্রকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করায় জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা স্মারক (ক্রেস্ট) পেয়েছেন পদ্মা সেতু উত্তর ডিবির চৌকস কর্মকর্তা আবুল কালাম আজাদ।

আজ ২৪ জুন (মঙ্গলবার) সকাল ১০টায় মুন্সিগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন খান মিলনায়তনে মাসিক কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করেন মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।

একই মামলার রহস্য উদঘাটন, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও মালামাল উদ্ধার অভিযানে বিশেষ অবদান রাখায় পদ্মা সেতু উত্তর ডিবি টিমকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ ফিরোজ কবির।

ক্লু-লেস এই মামলার সফল তদন্ত, ডাকাত চক্রের দ্রুত গ্রেফতার, বিজ্ঞ আদালতে সোপর্দ এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ  সব ক্ষেত্রে সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ। অভিযানের সফল বাস্তবায়নে মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইশতিয়াক আহমেদ রাসেলের দিকনির্দেশনা ও সার্বিক সহায়তা ছিল উল্লেখযোগ্য।

এ বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, এই সম্মাননা আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। মানুষের জানমাল রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট। পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতেই আমরা এই অভিযান সফল করেছি। আমি মুন্সিগঞ্জ জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাদের দিকনির্দেশনা ও আমার সহকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞ। ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।