২৩ জুন সোমবার রাজধানীর তপাদার অ্যান্ড অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ সদস্য সচিব ফারুক হোসেন তপদার ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। ফারুক হোসেন তপদার তাদের সংগঠনিক সফলতা কামনা করেন এবং ছাত্রদলের অগ্রযাত্রায় পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাজিদ হাসান, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ হাসান, সদস্য সচিব নাজমুস সাকিবসহ সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা।
সৌহার্দ্যপূর্ণ এই পরিবেশে রাজনৈতিক বন্ধন আরও দৃঢ় হবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন। ছাত্রনেতারা বলেন, সিনিয়রদের সহযোগিতা ও দিকনির্দেশনা তরুণ নেতৃত্বকে আরও উজ্জীবিত করবে।
আপনার মতামত লিখুন :