কেরানীগঞ্জে কাব কার্নিভাল ২০২৫: বর্ণিল আয়োজনে শিশুদের সৃজনশীলতার প্রকাশ


ঢাকার চোখ প্রকাশের সময় : জুন ২৩, ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
কেরানীগঞ্জে কাব কার্নিভাল ২০২৫: বর্ণিল আয়োজনে শিশুদের সৃজনশীলতার প্রকাশ

কেরানীগঞ্জ প্রতিনিধি:ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সোমবার (২৩ জুন) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কাব কার্নিভাল-২০২৫। গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের সার্বিক তত্ত্বাবধানে কেরানীগঞ্জ উপজেলা স্কাউট শাখা এ আনন্দঘন আয়োজন করে।

বিকেল ৩টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট নির্বাহী কমিটির সভাপতি রিনাত ফৌজিয়া।

এবারের কার্নিভালে উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক কাব স্কাউট সদস্য অংশ নেয়। দিনব্যাপী তারা কুচকাওয়াজ, স্বাস্থ্য সচেতনতামূলক পরিবেশনা, গান, কবিতা আবৃত্তিসহ নানা সৃজনশীল ও শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে।

সভাপতির বক্তব্যে ইউএনও রিনাত ফৌজিয়া বলেন, “স্কাউটিং শিশুদের মনে দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। এ ধরনের আয়োজন তাদের ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে আটকে রাখলে চলবে না। মাঠ পর্যায়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যাতে তারা একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কাব স্কাউটরা আনন্দের সঙ্গে তাদের অভিজ্ঞতা প্রকাশ করে। তারা জানায়, বিভিন্ন বিদ্যালয়ের বন্ধুর সঙ্গে একত্রে শেখা ও খেলাধুলার সুযোগ তাদের জন্য ছিল আনন্দঘন ও স্মরণীয়।

অভিভাবক ও স্থানীয় শিক্ষকরাও আয়োজনটি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, “এ ধরনের কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতা বাড়াতে সহায়তা করে। এটি নিয়মিতভাবে আয়োজনের দাবি রাখে।”

অনুষ্ঠানের শেষ অংশে কাব স্কাউটদের মধ্যে সনদ ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের পর্দা নামে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, আগানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান, উপজেলা স্কাউট লিডার মিজানুর রহমানসহ উপজেলা স্কাউট কমিটির অন্যান্য সদস্যরা।