নিজস্ব প্রতিবেদক ঢাকার কেরানীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়নগুলোর একটি রোহিতপুর। উপজেলার অন্যান্য ইউনিয়নগুলোর মত ধলেশ্বরী নদী আর রোহিতপুরী লুঙ্গির জন্য বিখ্যাত ইউনিয়নটিতেও বইছে নির্বাচনী হাওয়া। তবে এখনো পর্যন্ত অন্যকোন দলের প্রার্থী না থাকায় আলোচনা শুধু সরকার দলীয় প্রার্থীরাই। আর ইউনিয়নটিতে সরকার দলীয় মনোনয়ন প্রত্যাশী একাধিক হেভিওয়েট প্রার্থী আলোচনায় থাকায় ইউনিয়নটি নিয়ে বাড়তি আগ্রহ উপজেলাবাসীর।
নির্বাচনের তৃতীয় ধাপে উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে তারানগর ছাড়া বাকি ১১টিতেই হচ্ছে নির্বাচন। তাই নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র বিক্রির দ্বিতীয় দিনে আওয়ামী লীগের ধানমন্ডিস্থ অফিস হতে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আলহাজ্ব সোলাইমান জামান,ইঞ্জিনিয়ার মোহাম্মদ হান্নান এবং সাইদ উদ্দিন সানজীব। এর আগে গতকাল প্রথম দিনে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আলী ও হাজী মোঃ সিরাজ। এখনো আরও একাধিক নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রার্থী দলীয় মনোনয়ন পত্র নিবেন বলে জোর আওয়াজ রয়েছে।