রাজধানী ছেড়ে মানুষের স্রোত

187
সারা পৃথিবীর মানুষ যখন করোনা ভাইরাস নিয়ে আতংকিত
তখন মানুষ নিরাপদ থাকার তাগিদে সবাই পথ খুজছেন ঠিক তখনই এই প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ রোধে বন্ধ হচ্ছে সব ধরনের গণপরিবহন। এরই মধ্যে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটিও ঘোষণা করেছে সরকার। মানুষজনকে ঘরবন্দি করতে মাঠে নেমেছে প্রশাসনের একাধিক টিম। তারপরও ঠেকানো যাচ্ছে না রাজধানী ছেড়ে আসা মানুষের স্রোত। বাস-ট্রেন না পেয়ে তিনগুণ ভাড়া বেশি দিয়ে মানুষ ছুটছেন পিক ও ট্রাকে করে। এতে করে হতে পারে আরো বিপদজনক। হতে পারে এর চেয়েও আরও মহামারী কিছু। সবাইকে হতে হবে আরও সচেতন। তাই করুনা ভাইরাস নিয়ে ভয় নয় করতে হবে জয়।