শামসুল ইসলাম সনেটঃ২৮ অক্টোবরের মধ্য দিয়ে বিএনপি আলোচনা, সমঝোতার সব দরজা বন্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
বুধবার (১ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ আয়োজিত বিএনপি জামাত সন্ত্রাসীদের জ্বলাও পোড়াও ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ২৮ অক্টোবর বিএনপি পুলিশের উপর আক্রমণ করেছে, হাসপাতালে, প্রধান বিচারপতির বাড়িতে, সাংবাদিকদের উপর হামলা করেছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা করে সংবিধান কে আঘাত করেছে বিএনপি, তাই তাদের সাথে কোন সমঝোতা নাই।
এবারের লড়াই মুক্তিযুদ্ধের পক্ষের শাক্তি আর স্বাধীনতা বিরোধী শক্তির লড়াই। এই লড়াইয়ে আমাদেরই বিজয় হবে। এ দেশ থেকে স্বাধীনতা বিরোধীদের বিতাড়িত করতে না পারলে দেশে শান্তি ফিরে আসবেনা।
কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সদস্য শিলারা ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবসহ অনেকে।
সমাবেশ শেষ বিএনপি জামাত সন্ত্রাসীদের জ্বলাও পোড়াও ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বেড় হয়ে বছিলা-মোহাম্মদপুর সড়ক প্রদক্ষিণ করে।