কেরানীগঞ্জ প্রতিনিধিঃ অবশেষে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ময়লার ড্রাম খেত শুভাঢ্যা উদ্ধার হচ্ছে, খালটি ময়লা ও দখল মুক্ত করে রাজধানী হাতিরঝিলের আদলে রুপ দেওয়ার কাজ শুরু হচ্ছে শীগ্রই। আজ সোমবার (১৬ অক্টোবর) গণভবন থেকে খাল সংস্কার কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যায়ের নির্মাণ কাজটি শীগ্রই উদ্বোধন হবে বলে জানুয়েছেন স্থানীয় এমপি ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
ব্যাবসায়ীদের ফেলা কাপড়ের জুট ও ময়লায় গতি হারিয়েছে । ভরাট হয়ে মৃত্যু হয়েছে খালটির।ময়লার দুর্গন্ধে এলাকার আশেপাশের পরিবেশ দূষিত হয়েছে।
ঢাকার সদরঘাট বরাবর বুডিগঙ্গা নদীর কালিগঞ্জ জেলা পরিষদ মার্কেট থেকে রাজেন্দ্রপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার লম্বা ও ৫০ থেকে ৭০ ফুট প্রস্থ ঐতিহ্যবাহী খালটি সংস্কার হলে গার্মেন্টসের রাজধানী কেরানীগঞ্জের ৩০ লাখ মানুষ এ সুফল পাবে। যানজট কমবে কেরানীগঞ্জে আর সহজেই কেরানীগঞ্জসহ মুন্সিগঞ্জের মানুষ নদী পথে রাজধানীর সাথে যোগাযোগ করতে পারবে।
সংস্কার করে হাতিরঝিলের আদলে নান্দনিক লেক ও খালের দু’পাশে পাকা রাস্তা তৈরি করতে ১ হাজার ৩০০ কোটি টাকার প্রকল্প বিল পাস করা হয়েছে।
নসরুল হামিদ বিপু বলেন, কিছু দিনের মধ্যেই শুভাঢ্যা খাল খননের কাজ শুরু করা হবে। খালটি হাতিরঝিলের আদলে করা হবে। নির্ধারিত সময়ে এই প্রকল্পের কাজ শেষ হলে কেরানীগঞ্জে লাখ লাখ মানুষ ও ব্যবসায়ী উপকৃত হবে।’
এলাকাবাসী জানান, শুভাঢ্যা খালটি দূষণের হাত থেকে রক্ষা করে নান্দনিকরূপে যথা সময়ে নির্মাণ শেষ হলে এলাকার শিশু ও কিশোরদের জন্য একটি বিনোদন কেন্দ্রে হিসেবে পরিণত হবে। খালটি ফিরে পাবে তার আগের গতিধারা। তা ছাড়া, আগের মতো রাজধানী সদরঘাট ও নবাববাড়ি ঘাটসহ বিভিন্ন এলাকা থেকে সরাসরি নৌকা ও ট্রলার যোগে যানজট মুক্তভাবে চলাচল করতে পারবেন তারা।