সিঙ্গাইরে স্বাধীনতা দিবসে বিএনপি’র র‍্যালীতে ছাত্রলীগের হামলা

98

সিঙ্গাইর,(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইরে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি’র র‌্যালীতে হামলা চালিয়েছেন উপজেলা ছাত্রলীগ। হামলায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলীসহ প্রায় ২০/৩০ জন নেতা-কর্মি আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টায় পৌর এলাকার উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, সিঙ্গাইর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি র‌্যালী হওয়ার কথা ছিলো। ২৬ শে মার্চ সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলা বিএনপির কার্যালয় থেকে র‌্যালীটি বের করার সাথে সাথে উপজেলা ছাত্রলীগের নেতা কর্মিরা হামলা চালায়। এসময় উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল আলীসহ ২০/৩০ জন নেতা কর্মিরা আহত হন। এদের মধ্যে জামির্ত্তা ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও ছাত্রদলের রাকিব, সোহাগ, চান্দহর ইউনিয়নের আলালসহ বেশ কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।

উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল আলী বলেন, শান্তিপূর্ণভাবে আমরা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে র‌্যালী বের করি। এসময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপস্থিতে আমাদের র‌্যালীতে হামলা চালায় ছাত্রলীগের নেতা কর্মিরা। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

সিঙ্গাইর উপজেলা ছাত্র লীগের সভাপতি শাহীনুর রহমান বলেন, উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের সদস্যদের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। তারা নিজেরা মারামারি করে আমাদের ছাত্র লীগের উপর মিথ্যা অভিযোগ করছেন।

পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) মোঃ রেজাউল হক বলেন, সকালে দুই গ্রুপের মধ্যে হামলার ঘটনায় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।