সারিঘাটে অভিযান, খাবার রেখে পালালো ঘুরতে আসা মানুষ

1354

নিজস্ব প্রতিবেদকঃ চলমান লকডাউনের চতুর্থ দিনে করোনা ভাইরাস প্রতিরোধে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নে সকাল থেকেই মাঠে ছিলো কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। উপজেলায় দায়িত্বপ্রাপ্ত তিন ম্যাজিস্ট্রেট আলাদা আলাদা মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারি আদেশ অমান্যকারীদের ৪৬ মামলায় সর্বমোট ৩৫,৯০০ টাকা জরিমানা ও একজনকে কারাদণ্ড প্রদান করেন

আজ ২৬ জুলাই (সোমবার) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন তিন্নি কোন্ডা ইউনিয়নের ক্যাফে পল্লী বলে ক্ষেত সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩৩ জনকে ৩২ হাজার ৬০০ টাকা জরিমানা ও ১ জনকে কারাদন্ড প্রদান করেন।

এসময় হঠাৎ ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিজিবির যৌথ অভিযান দেখে ঘুরতে আসা শতশত মানুষ এদিকওদিক ছুটাছুটি শুরু করে। অনেকে খাবার রেখেও দৌড়ে পালাতে দেখা গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন বলেন সরকারি বিধিনিষেধ মেনে চলুন,সুস্থ থাকুন। আমাদের অভিযান অব্যাহত থাকবে। করোনা মহামারি থেকে বাচতে নিজে ঘরে থাকুন, অন্যকে সুস্থ রাখুন।