সাভারে বাড়ীর ছাদে গাঁজা চাষ, মালিক আটক

336

সাভার প্রতিনিধিঃ ঢাকার সাভারে নিজ বাড়ীর ছাদে গাঁজা চাষ ও বিক্রির অপরাধে বাড়ীর মালিক ও মাদক ব্যবসায়ী মোঃ হোসেন আলী(৫১) কে গ্রেফতার সাভার মডেল থানা পুলিশ। আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মােঃ আঃ কুদ্দুস সঙ্গীয় ফোর্সসহ থানার কাকাব পূর্বপাড়া নিজ বাড়ী থেকে তাকে আটক করে। এসময় মােঃ হােসেন আলীর ১ম তলার বাড়ীর ছাদ থেকে পঁচিশটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

মাদক ব্যাবসায়ী মােঃ হােসেন আলী স্থানীয় হাজী মােঃ আতাউল্লাহ মিয়ার ছেলে। উদ্ধার হওয়া মাদকের ওজন প্রায় পনের কেজি । আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম (পিপিএম)।